ঢাকা, বাংলাদেশ, বিনোদন, স্পেশাল বার্তা

শরীয়তপুরে মঞ্চস্থ হলো পচাত্তরের ১৫ আগষ্টের নির্মমতার নাটক “অভিশপ্ত আগস্ট”

মো. মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরে মঞ্চস্থ হলো নাটক অভিশপ্ত আগষ্ট ৩১ আগষ্ট মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টায় শরীয়তপুর সদর পৌরসভা অডিটোরিয়ামে ১৯৭৫ এর ১৫ আগস্টের বর্বরোচিত নৃশংস হত্যাকাণ্ডের ওপর রচিত ইতিহাস আশ্রয়ী গবেষণালব্ধ নাটক ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চস্থ হয়েছে।

ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানের পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলনে বাংলাদেশ পুলিশ নাট্যদল নাটকটি মঞ্চায়ন করে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমান।

বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যার ঘটনা আমাদের ইতিহাসকে কলঙ্কিত করেছে। আমাদের এই কলঙ্ক মোচন করতে হবে।

নাটকটি শরীয়তপুরের দর্শকদের হৃদয় ছুঁয়েছে নাটকে ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড, করুণ আর্তনাদ, ষড়যন্ত্রসহ সর্বদিক সুচারুভাবে উপস্থাপন করা হয়েছে। এটি দর্শক হৃদয়ে নাড়া দিয়েছে। এ নাটক দেখে কেউই চোখের জল ধরে রাখতে পারেননি।

শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের সেই কালরাতের ঘটনার আদ্যোপান্ত বাংলার জনতাকে জানান দিতেই ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানের স্যারের এ প্রয়াস।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, শরীয়তপুর জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস, জেলা পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মো. সালেহ উজ্জামান, শরীয়তপুর জেলা সিভিল সার্জন এস. এম. আব্দুল্লাহ আল মুরাদ, শরীয়তপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সাইফুর রহমান, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর সদর পৌরসভার মেয়র মো. পারভেজ রহমান জনসহ জেলা পুলিশ, জেলা প্রশাসন ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *