নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইলে একই মঞ্চে বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মিজানুর রহমান আল আজহারী, মোল্লা নাজিম উদ্দীন ও মাওলানা আমীর হামজা আগমন করবেন।
দুইদিন ব্যাপী ইসলামি সম্মেলনের ১ম দিনে মাওলানা মিজানুর রহমান আল আজহারী, মেল্লা নাজিম উদ্দীন ও ২য় দিনে মাওলানা আমীর হামযা শুভ আগমন করবেন। তবে ১ম দিনে মাওলানা মিজানুর রহমান আজহারী ও ২য় দিনে আমীর হামযা জহুর বাদ বয়ান করবেন বলে জানা গেছে।
পশ্চিম কচুরী ভূইয়া বাড়ী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আগামী ২৩ ও ২৪ শে ডিসেম্বর সোমবার ও মঙ্গলবার ৩য় বার্ষিকী ইসলামী মহা সম্মেলনে আরো বয়ান রাখবেন।
১ম দিনে- মোহনা টিভির ধর্মীয় আলোচক মাওলানা মোস্তাকিম বিল্লাহ।
২য় দিনে- বায়তুল মোকাররাম মসজিদের খতিব মুফতি মিজানুর রহমান সাহেব ও আরটিভি’র ধর্মীয় আলোচক হুসাইন মোহাম্মদ মাহফুজ সাহেব।
নান্দাইল হতে ৯ কিলোমিটার দক্ষিনে ও হোসেনপুর হতে ১০ কিলোমিটার উত্তরে বাকচান্দা জনতা বাজারের সাথে ( উত্তর পার্শে) মাহফিল অনুষ্টিত হবে। ধর্ম প্রান মুসলমানদের মাহফিল কমিটির পক্ষ থেকে দ্বীনি দাওয়ার রইলো।