|

আটোয়ারীর ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশমেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিতঃ 10:55 pm | October 27, 2022

আটোয়ারীর ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশমেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশমেলা-২০২২ সুষ্ঠুভােেব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দীপঙ্কর রায়ের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও মেলা পরিচালনা কমিটির সহ সভাপতি মো: মুসফিকুল আলম হালিমের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং মেলার উপদেষ্টা মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) শায়লা সাঈদ তন্বী, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান ও রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা,নব নিযুক্ত মেলা পরিচালনা কমিটির সম্পাদক-২০২২ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম ,মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফজলে বারী সুজা, হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদেও জেলা সভাপতি কল্যাণ কুমার ঘোষ,ফকিরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও পঞ্চগড় জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য কমলেশ চন্দ্র ঘোষ, মির্জাপুর ইউ’পি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, তোড়িয়া ইউ’পি চেয়ারম্যান মোহাম্মদ শাহ, ধামোর ইউ’পি চেয়ারম্যান মোঃ আবু তাহের দুলাল, মেলা পরিচালনা কমিটির সম্পাদক(২০১৯) ও মির্জাপুর ইউ’পির সাবেক চেয়ারম্যান মোঃ ওমর আলী, বণিক সমিতির সাধারণ সম্পাদক জামিলুর রেজা মানিক প্রমূখ।