অন্ধকার পথ দেখে ভয় করবোনা যেতে পথ
যাবোনা এড়িয়ে হারাবোনা সাহস পথ চলতে,
যাবো বাঁধা পেরিয়ে হবে যেতে আলোর দিগন্তে
বাঁধা বিপত্তি দেখে চোখ নিবনা ফিরিয়ে সহজে।
—
যাবো বাঁধা পেরিয়ে হাতে হাত রেখে একসাথে
পথ যদি নাই থাকে তৈরি করবো চলার পথ
কখনও থেমে যাবোনা চলতে পথ মাঝ পথে
সঠিক ঠিকানার লক্ষ্য রেখে যাবো গন্তব্যে।
—
বাড়িয়ে দিবো দুটি পা সামনে গতি দিবো বাড়িয়ে
সামনে পথ যদি না দেখি থাকবোনা কভূ নিরবে
আসবেনা তাহলে জীবনের মাঝে বড় কোন জয়
আমরা নব চেতনায় বিশ্বাস রেখে ছুটব দিগন্তে।
—
জানবো সবকিছুই এটাতো জানার সঠিক সময়
উজ্জ্বল আলোকিত ভবিষ্যৎ কামনা সকলের
ভোরের সূর্য উদিত হবে দেখবো সকলে আলো
অতীতের সবকিছু স্বরণে দেখবো দেশের চিত্র
মরণকে বরণ করে দেশের রূপ করব পরিবর্তন।
—
বর্তমানের নই কবি আমি ভবিষ্যতকে নিয়ে ভাবি
বাংলার সন্তান আমি দেশের আলোকিত রবি
আমি হতে যাইনা কখনও লেখক তবুও লিখব
তবুও চলবে কলম সত্যের পথেদূরকরতেঅন্যায়
দুচোখে দেখব বাংলার রূপ সবুজের বাংলাদেশ।
প্রকাশিতঃ ১১:২৪ অপরাহ্ন | জানুয়ারী ০৫, ২০১৯

দেখা হয়েছে:
1114