আর্শীবাদ
সুখ-দুখের ছোট্ট জীবন
সত্য সঠিক সৃষ্টি ভুবন,
মানবজাতি আল্লাহর বান্দা
গুণী-জ্ঞানী সকলের সুজন।
–
সকল মানব সকলের আপন
মানতে চাইনা আমরা মানব,
অহংকার হিংসায় থাকি মেতে
ধন-দৌলতে হয়ে যাই দানব।
–
সবাই সবার সঙ্গী দুখের
নামাজ-রোজা পথের সুখের,
দোয়া-আর্শীবাদ পূর্ণের কাজ
কষ্ট থাকেনা চিরকাল দুখের।