ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঐতিয্যবাহী দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে এ অনুষ্ঠান পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাক পত্রিকার ঈশ্বরগঞ্জ সংবাদদাতা সাইফুল ইসলাম তালুকদার। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ঈশ্বরগঞ্জ উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার, সাংবাদিক রতন ভৌমিক, মুস্তাফিজুর রহমান, সেলিম, উবায়দুল্লাহ রুমি, হাবিবুর রহমান, রেজাউল করিম বিপ্লব, উদ্যোগী যুব সংগঠনের সিনিয়র সভাপতি ডাঃ রাজেশ চক্রবর্তী পার্থ, সহ-সভাপতি রাজিব গৌড়, উপজেলা ইসলামি ফাউন্ডেশনের লাইব্রেরিয়ান রুকন উদ্দিন, ঈশ্বরগঞ্জ সংবাদপত্র বিক্রেতা সুবোধ রঞ্জন শীল প্রমুখ।