অর্থনীতি, বাংলাদেশ, ময়মনসিংহ, স্পেশাল বার্তা

ভালুকায় মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনস্যুরেন্স উদ্বোধন

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকা উপজেলা শহরে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রাবার ( ১৩ এপ্রিল ) বিকেলে উপজেলার পৌর শহরের বাসষ্ট্রেন্ড এলাকার মদিনা টাওয়ারে এই কার্যালয়টি উদ্বোধন করেন ভালুকা পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম।

বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হাসান কায়েসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভালুকা উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা। এতে প্রধান আলোচক ছিলেন, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ( উন্নয়ন ) এম এ করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ, ত্রিশাল মহিলা কলেজের অধ্যাপক খবির উজ্জামান, বিশিষ্ট শিল্পপতি ও জেলা আ’লীগ নেতা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল জলিল, সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন শিবলী, সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিব খাঁন, ইঞ্জঃ গোলাম মোস্তফা প্রমুখ।
ইসলামী-লাইফ-ইনস্যুরেন্স-Mercantile Islami Life Insurance in Welluka inaugurated
এসময় বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হাসান কায়েস সভাপতির বক্তব্যে বলেন, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনস্যুরেন্স প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ইসলামী শরীয়ায় পরিচালিত হয়। আমরা সুদি ব্যাংকের সাথে লেনদেন করিনা। শুধু ইসলামী ব্যাংকের সাথেই লেনদেন হয়। প্রতিটি সাধারণ মানুষের জন্য লাইফ ইনস্যুরেন্স অপরিহার্য। এর কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন। এই লাইফ ইন্স্যুরেন্সের কাজে সহযোগীতা করার জন্য প্রতিটি শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে। জীবন বিমা সমাজের প্রত্যেক মানুষের জন্য নিরাপত্তার ব্যবস্থা রাখে। পাশাপাশি বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য অগ্রনী ভূমিকা পালন করে থাকে। তাই সবাইকে লাইফ ইন্স্যুরেন্সের করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *