উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকাল ১১টায় সমিতির কার্যালয়ে সকল সদস্যের উপস্থিতিতে ২০২০ সনের কার্যকরি কমিটি গঠন করা হয়।
৭সদস্য বিশিষ্ট্য কার্যকরী কমিটির সবকটি পদে কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাইকে নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচতরা হলেন অ্যাডভোকেট শেখর রঞ্জন ভদ্র সভাপতি, অ্যাডভোকেট আব্দুল হাননান সহ-সভাপতি, অ্যাডভোকেট শহিদুল ইসলাম মুক্তি সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট আক্তারুজ্জামান (আব্দুল্লাহ) সহ সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট নূর উদ্দিন আহম্মেদ অডিটর, অ্যাডভোকেট এ.কে.এম আব্দুল মালেক সদস্য, অ্যাডভোকেট এ.এস.এম সারোয়ার জাহান সদস্য। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।