গংগাচড়া প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে গংগাচড়া উপজেলার সর্বস্থরের জনতার প্রতি শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গংগাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ।
ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। ঈদ আনন্দ পৌঁছে যাক গংগাচড়া উপজেলার প্রতিটি ঘরে ঘরে। ঘুচে যাক ধনী গরীব বৈষম্য। এই ঈদে ত্যাগের বিনিময়ে একজন মুসলমান পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে উঠেন।
ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে। তাই জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় এই কামনায় সবাইকে ঈদ মোবারক।