মোঃ সবুজ মিয়া, রংপুর ব্যুরো:
রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ১০০ পিস ফেন্সিডিল ও ১টি মটর সাইকেল সহ উপজেলার মর্ণেয়া ইউনিয়নের জয়দেব কাগজীপাড়া এলাকা হতে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃতরা হলেন মোঃ মমিন মিয়া (২৬), পিতা- মৃত শরিফুল ইসলাম ও মোঃ জাকির হোসেন লেলিন (৩০) পিতা- জামাল হোসেন (সাবেক মেম্বার) উভয় সাং- গোড়াইল, থানা কালিগঞ্জ, জেলা- লালমনিরহাট।
পুলিশ জানায়, রংপুর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ এর নির্দেশে অফিসার ইনচার্জ গঙ্গাচড়া মডেল থানার নেতৃত্বে গোপন সংবাদে আজ সকাল ১১.৩০ ঘটিকায় আসামীদ্বয়কে ফেন্সিডিল পরিবহন অবস্থায় জয়দেব কাগজীপাড়া এলাকা হতে এসআই আব্দুল মালেক, এএসআই রবিউল ইসলামসহ এএসআই রানা তাদের সু-কৌশলে আটক করে।
আটককৃতদের দেহ তল্লাশী করে ১০০ (একশত) পিস ফেন্সিডিল উদ্বার করা হয়। অভিযানের মূল উদ্যোক্তা ছিলেন এএসআই রানা।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান জানান মাদক ব্যবসায়ী ২ জনকে জিজ্ঞাসাবাদ শেষে গঙ্গাচড়া মডেল থানায় মাদক দ্রব আইনে একটি মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং- ২০, তারিখ: ২৩/১১/২০১৮ইং। তিনি জানান অভিযান অব্যাহত রয়েছে।