গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
সংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ ও সহ-সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল,গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ নাজিম উদ্দিন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম প্রমুখ।
আলোচনা শেষে দেশোত্ববোধক গানে দেশসেরা প্রেসিডেন্স পুরুষ্কার প্রাপ্ত লাবিবা ইসলাম রুদিতা ও কৃষিতে বিভাগীয় পর্যায়ে ১ম আবুল ফজলকে সংবর্ধনা দেয়া হয়। এসময় অতিথিরা তাদের হাতে ক্রেস্ট তোলে দেন।