মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
প্রকৃত মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবীতে ঝিনাইদহের শৈলকুপায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শৈলকুপা চৌরাস্তার মোড়ে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্প্রতি প্রকাশিত একটি সংবাদে পদমদী গ্রামের শ্যামল ও রঞ্জুকে মাদক ব্যবসায়ী উল্লেখ করায় তাদের স্বজনরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বজনরা বলেন, সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়।
উক্ত সংবাদে পদমদী গ্রামের আতিয়ার রহমানের ছেলে শ্যামল ও মৃত বিশারত মন্ডলের ছেলে রঞ্জুর নাম উল্লেখ্য করে তাদেরকে মাদক ব্যবসায়ী বলে আখ্যায়িত করা হয়। প্রকাশিত সংবাদে শ্যামল ও রঞ্জুর নাম জড়িয়ে মাদক ব্যবসার অপবাদ দিয়ে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে বলে দাবী করে স্বজনেরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে তারা।
প্রকৃত পক্ষে শ্যামল একজন মুদি দোকানদার ও রঞ্জু একটি এনজিওতে চাকুরি করে। মাদকের সাথে তাদের কোন প্রকার সংশ্লিষ্টতা নেই। কে বা কারা তাদেরকে হেয়পতিপন্ন ও প্রশাসনিক হয়রানি করার উদ্দেশ্যেই সংবাদদতার কাছে এমন বানোয়াটি তথ্য প্রদান করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসকল দাবী জানান রঞ্জুর ভাই কামরুল হাসান ও শ্যামলের পিতা আতিয়ার রহমান। তারা উক্ত সংবাদের বিষয়ে সুষ্ঠ তদন্তপূর্বক প্রকৃত মাদক ব্যবসায়ীদের শাস্তি দাবী করে।