সামসুদ্দিন তুহিন, টঙ্গীবাড়ী মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ টঙ্গীবাড়ীতে করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে উপজেলার ১৩টি ইউনিয়নের বাজার গুলোতে ধারাবাহিক ভাবে লিফলেট বিতরণ করা হচ্ছে।
শুক্রবারের পর দ্বিতীয় বারের মতো রবিবার (২২মার্চ) সারাদিন ব্যাপী মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে সচেতনতা মূলক এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন বাজার গুলোতে লিফলেট বিতরণের পাশাপাশি সকলকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকাসহ এই দূর্যোগ থেকে রক্ষায় করণীয় বিষয়ে ধারণা দেয়া হয়।
গণসচেতনতা মূলক এই কার্যক্রম এ অংশগ্রহণ করেন,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আকলিমা আক্তার, মনিরুল হক টিটু,মোঃ রিংকু বেপারী,মোঃ ইখতিয়ার হোসেন সিকদার ডলার,আরিফুর রহমান,আবুল কাশেম,সাংবাদিক সামসুদ্দিন তুহিন, হাফেজ শরীফুল ইসলাম, মোঃসেলিম,মোঃদুলাল সিকদার,দিগন্ত হাসান,শেখ সুজন,মোসাম্মৎ মলি আক্তার, মোঃ মাসুম মল্লিক,আব্দুল মোতালেব মেম্বার, আঃকাইয়ুম দপ্তরী,মোঃবাবু মজুমদার,মোঃনুরুজ্জামান , মোঃশাওন বেপারীসহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের অর্ধশতাধিক সদস্য।