|

তানোরে খালে মাছের পোনা অবমুক্তকরণ

প্রকাশিতঃ 8:40 pm | November 15, 2022

তানোরে খালে মাছের পোনা অবমুক্তকরণ

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে বানিয়াল ইলামদহী খালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে উপজেলার পাচন্দর ইউনিয়ন(ইউপির) ইলামদহী পাকুয়া হাট সংলগ্ন খালে বিভিন্ন প্রজাতীর মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন।

এ উপলক্ষে বানিয়াল ইলামদহী পানি ব্যবস্থাপনা সমিতির আয়োজনে ইলামদহী মাঠ সংলগ্ন সমিতির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনে সভাপতিত্বে মাছ চাষ বিষয়ে দিক নির্দেশনা মুলুক বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, পাচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি আ”লীগ সভাপতি আব্দুল মতিন, তালন্দ ইউপির চেয়ারম্যান ইউপি সভাপতি নাজিম উদ্দিন বাবু, জেলা এলজিইডি অফিসের কার্যসহকারী আব্দুল কাদের, উপজেলা এলজিইডি অফিসের এসও রিপন, ইলামদহী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম, চাদপুর স্কুলের প্রধান শিক্ষক আবু হেনা,সমিতির সাধারন সম্পাদক সাফিউল ইসলাম, পাচন্দর ইউপির সাবেক মেম্বার রিয়াজ উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক হাজী ইসরাইল হোসেন, সাবেক মেম্বার আবুল হাশেম, সমিতির সহসভাপতি সাবেক মেম্বার আব্দুল লতিফ,জয়নাল প্রমুখ।

এসময় সমিতির সদস্য ছাড়াও এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন। সমিতির ফান্ড থেকে মঙ্গলবার ২ মন মাছের পোনা অবমুক্ত করা হয়, পর্যায়ক্রমে ৫০ হাজার টাকার মাছ ছাড়া হবে বলে জানান সভাপতি মাস্টার আলাউদ্দিন।