fbpx

|

ত্রিশালে অগ্নিকান্ডে পুড়ল সাংবাদিকের বসতঘর

প্রকাশিতঃ ১১:১৮ অপরাহ্ন | অগাস্ট ২৮, ২০২৩

ত্রিশালে অগ্নিকান্ডে পুড়ল সাংবাদিকের বসতঘর

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ভয়াবহ আগুনে পুড়ে গেছে সাংবাদিক আবু রাইহানদের দুইটি বসতঘর। রোববার দিবাগত রাত পৌনে এগারোটার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এসময় উপজেলার পৌর শহরের ৬নং ওয়ার্ডের নওধার ভাংতি এলাকার ত্রিশাল প্রেস ইউনিটির সহ-সভাপতি আবু রাইহানদের দুইটি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র সহ মোট তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট একসাথে প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

সাংবাদিক আবু রাইহান বলেন, আমাদের দুইটি বসতঘরের সব পুড়ে ছাই হলেও আল্লাহর রহমতে আমার দুই ছোট বোন ও ভাগ্নেদের রক্ষা করেছেন। আমাদের প্রায় তিন লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কালাম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। আগুনে প্রায় ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা কাজ করেছে।

দেখা হয়েছে: 21
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪