আবু রাইহান, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে আনন্দ শোভা যাত্রা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী। আনন্দ শোভাযাত্রা শেষে এমপি মাদানীর কার্যালয়প আলাচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অপর দিকে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম, উপজলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম প্রমূখ।