fbpx

|

ধামইরহাটে কুলি-মজুর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সাইদুল সভাপতি ওবায়দুল সম্পাদক নির্বাচিত

প্রকাশিতঃ ৪:৫৬ অপরাহ্ন | অক্টোবর ২৪, ২০২২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ঃ
ধামইরহাটে কুলি -মজুর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর সোমবার বেলা ১১ টায় কুুলি-মজুর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. সহিদুল ইসলাম ও সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ধামইরহাট আড়তদার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রাহাতুল ইসলাম। নির্বাচনে ২২ জন সর্দার তাদের ভোটাধিকার প্রয়োগকালে ১৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন সাইদুল ইসলাম ও ১৪ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল ইসলাম। প্রতিদ্বন্দী সভাপতি রেজাউল ইসলাম ৯ ভোট ও সম্পাদক পদে প্রতিদ্বন্দী আব্দুল আজিজ পেয়েছেন ৮ ভোট। এ সময় উপস্থিত ছিলেন ধামাইরহাট উপজেলা ধান-চাল আড়তদার সমিতির সভাপতি মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, উপজেলা শ্রমিক লীগের সম্পাদক আনোয়ার হোসেন আনাজি, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ মালেক, প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অতি শীঘ্রই ৪২১ সদস্যের পূর্ণাঙ্গ উপজেলা কমিটি ঘোষণা করা হবে বলে নবনির্বাচিত সভাপতি সাইদুল ইসলাম ও সম্পাদক ওবায়দুল ইসলাম জানান।

দেখা হয়েছে: 127
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪