ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্রলীগ ৮নং খেলনা ইউনিয়ন শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় তকিউদ্দিন আল আরাবী (রঃ) সেতু (শিমুলতলী ব্রীজ)’র পাদদেশে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.হাবিবুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইনজামামুন হক সরকার শিবলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক সম্পাদক আহসান হাবীব, পৌর ছাত্রলীগের সভাপতি আবু হোসেন, সাধারণ সম্পাদক আনন্দ কুমার শীল, সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু, সাধারণ সম্পাদক সুমন বাবু প্রমুখ উপসি’ত ছিলেন। সভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়ন অগ্রযাত্রার একমাত্র দাবীদার বাংলাদেশ আওয়ামীলীগ পক্ষে সকলকে কাজ করতে হবে এবং নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সরকার গঠন করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।’ সবশেষে বর্ধিত সভায় খেলনা ইউনিয়ন ছাত্রলীগের অধীন ৯টি ওয়ার্ডের ওয়ার্ড ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি দেলদার হোসেন।