|

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের আয়োজনে কৈশোর স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত

প্রকাশিতঃ 6:41 pm | June 06, 2024

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে জাকস ফাউন্ডেশন জয়পুরহাটের আয়োজনে এবং পিকেএসএফ’র সহায়তায় ধামইরহাটে কৈশোর স্বাস্থ্য মেলা ও পুরস্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪ টায় ধামইরহাট উপজেলা শল্পী বাজার জাকস কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকস এর উপ নির্বাহী পরিচালক আবুল বাশার। এর পূর্বে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএস এফ) এর সহায়তায় কৈশোর কর্মসূচি উপজেলা দিবস উপলক্ষে মোবাইলের অপব্যবহার রোধে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন জাকস এর উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার, উপ সমন্বয়কারী মনিরুল ইসলাম, পত্নীতলা আঞ্চলিক ব্যবস্থাপক মাহফুজ্জামান, সহ-আঞ্চলিক ব্যবস্থাপক আমিরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম, সহ শাখা ব্যবস্থাপক আতিকুর রহমান। র‌্যালি শেষে কৈশোর স্বাস্থ্য মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিশোর-কিশোরী ক্লাবের সামাজিক কার্যক্রম তুলে ধরেন জাকসের উপজেলা প্রোগ্রাম অফিসার মারজানুল ইসলাম। জাকসের উপ সমন্বয়কারী মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার আলী। অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব ধামইরহাট সরকারি এম এম ডিগ্রী কলেজের প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী এবং সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক কে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। জাকস এর তত্ত্বাবধানে সৃষ্ট উপজেলার ৯ টি ইউনিয়নে ১০৬টি কিশোর-কিশোরী ক্লাবের মধ্য থেকে গান প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৪জনকে, চিত্রাঙ্কনে বিজয়ী ৪জনকে, কবিতা আবৃত্তিতে ৩ জনকে, স্বেচ্ছাসেবক ৮জন এবং মেলায় অংশগ্রহণকারী ৯ জনকে পুরস্কৃত করা হয়। মেলায় প্রাথমিক স্বাস্থ্য সেবা, রক্তের গ্রুপ, দেয়ালিকা /সবুজ শ্যামল বাংলা, আদর্শ পুষ্টিকর খাবার, বিনামূল্যে ডায়াাবেটিস নির্নয়ের মাধ্যমে কৈশোর স্বাস্থ্য মেলাকে প্রাণবন্ত করা হয়।