fbpx

|

ধামইরহাটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

প্রকাশিতঃ ৪:৩৩ অপরাহ্ন | নভেম্বর ১৬, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল হক, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী বিপিএম,পিপিএম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. ফরহাদ হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রকৌশলী মো. সুমন মাহমুদ, পৌরসভার প্যানেল মেয়র মো মুক্তাদিরুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, ওসমান গণি, গোলাম কিবরিয়া, এটিএম বদিউল আলম, মোসাদ্দেক আলী, মাহফুজুল আলম লাকি প্রমুখ উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 14
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪