|

ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

প্রকাশিতঃ 8:18 pm | December 19, 2022

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত উর্ধ্বমূখী ভবনের উদ্বোধন উপলক্ষে চলতি বছরের এসএসসি পরীক্ষায় সাধারণ ও ভোকেশনালে ৯০ জন জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বেলা ১১ টায় ১ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের উধ্বমূখী ভবন উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি মো. সানাউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কারিগরী ও কর্মমূখী শিক্ষায় শিক্ষিত হতে হবে, আজকের শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষ্যত তথা সম্পদে রুপান্তর করতে হবে।’ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আরিফুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল গণি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, জনতা ব্যাংক ব্যবস্থাপক শামস বদরুদ্দোজা, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ফজলুল হক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু ইউসুফ, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক জাহিদ হাসান, সুফল চন্দ্র বর্মন, আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, কলেজ ছাত্রলীগ সম্পাদক সুমন বাবু প্রমুখসহ বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।