ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ধামইরহাট উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ‘ধামইরহাট প্রিমিয়ার লীগ’ টি-২০ (ডিপিএল) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফার্শিপাড়া ব্রার্দাস একাদ্বশের খেলায় ১০ উইকেটে ১৭৯ রানের জবাবে ২ উইকেটে ১৮২ রান করে চ্যাম্পিয়ন হয় মুন্নি-চাঁদনী ক্রিকেট একাদ্বশ টিম। ২৯ মে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জমকালো খেলা উপভোগ করেন এবং খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোসা. রুমানা আফরোজ, ধামইরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুজ্জামান, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, প্যানেল মেয়র মেহেদী হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, প্রভাষক আবু হানিফ, খেলার ধারা ভাষ্যকার উপ-সহকারী কৃষি অফিসার ফারুক হোসেন ও ইউপি সদস্য আবু সুফিয়ান খান বাবু, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।