fbpx

|

নান্দাইলে নিজ ঘরের সামনে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিতঃ ২:০১ অপরাহ্ন | মার্চ ২৩, ২০২৩

নান্দাইলে নিজ ঘরের সামনে যুবককে কুপিয়ে হত্যা

মোশারফ হোসেন রিয়াদ, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ নান্দাইলে নিজ ঘরের সামনে আল-আমিন(৩৫) কে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের পিতা রমজান আলী (৭০) বাঁধা দিতে গিয়ে রামদা’য়ের কুপে গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (২২মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হারিয়াকান্দি গ্রামে।

হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ।

এ ঘটনায় ঘাতক মাজহারুল (২৬) কে ধাওয়া দিয়ে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোর্পদ করেন। সে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধীতপুর গ্রামের নাজিম উদ্দীনের পুত্র। হত্যাকান্ডের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে- বুধবার রাত ১০ টার দিকে নিজ ঘর থেকে আল-আমিন ও তার পিতা রমজান আলীকে ডেকে বের করে পাশ্ববর্তী গ্রামের নাজিম উদ্দীনের পুত্র মাজহারুল। আল-আমিন বের হতেই মাজহারুলের হাতে থাকা রামদা দিয়ে কুপিয়ে আল-আমিনকে হত্যা করে। রমজান আলী বাঁধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করে। এ অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত আল-আমিনের স্ত্রী নাজমা বেগম জানান- আমার স্বামী বাজারে করে এনেছে আমি তা ব্যাগ থেকে বের করে চৌকিতে রাখতেছি। এমন সময় শব্দ শুনে বের হয়ে দেখি উলঙ্গ অবস্থায় একজন রামদা’ নিয়ে দাঁড়িয়ে আছে। লাইট ধরতেই আমার স্বামীকে কোপ দেয় বুক বরাবর। এতে তিনি মাটিয়ে লুঠিয়ে পড়ে মারা গেছে। এসময় আমার শ্বশুর কেও কুপিয়েছে।

জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাদল মিয়া বলেন- কি কারনে এমন হত্যাকান্ড ঘটেছে তা জানতে পারেনি। আমি ঘটনা স্থলে আছি খোঁজ নিচ্ছি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন – ঘটনার খবর শুনেই তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় মাজহারুল কে জনতা আটক করে সোর্পদ করেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

দেখা হয়েছে: 57
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪