|

পলাশবাড়ীতে মাছের সাথে শক্রতায় ৭ লাখ টাকার ক্ষতি সাধান

প্রকাশিতঃ 2:43 am | December 31, 2017

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে মাছের সাথে শক্রতা করে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৭ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে। জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পবনাপুর গ্রামের মজিবর রহমানের ছেলে রশিদুল ও রেজাউল দুজনে মিলে কয়েকটি পুকুরে মাছ চাষ করে আসছিল।

তারা নিজস্ব কিছু পুঁজি ও বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহন করে তাদের নিজস্ব কয়েকটি পুকুরে প্রায় দুই লক্ষ টাকার কই ও শিং জাতীয় দেশী মাছের চাষ করে বেকার জীবন ঘুচাতে চেয়েছিল। কিন্তু তাদের এ কর্মকান্ডে কেউ ঈশ্বান্বিত হয়ে গত ২৯ ডিসেম্বর দিবাগত রাতে সবার অজান্তে কে বা কাহারা শত্রুতাবশত: তাদের পুকুরে বিষ প্রয়োগ করে।


প্রতিদিনের ন্যায় সকালে পুকুর পাড়ে গেলে তারা দেখতে পায় পুকুরের সব মাছ মরে ভেসে উঠে নিচে তলে গেছে। হঠাৎ করেই তাদের স্বপ্ন ভেঙ্গে যায়। বিষ প্রয়োগে মরা মাছগুলো দেখে তারা চোখের পানি ধরে রাখতে পারেনি। ক্ষতিগ্রস্থ মাছ চাষীরা এ ঘটনার পলাশবাড়ী থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে।