মোঃ আসাদুজ্জামান আসাদ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ও ১০নং হরিরামপুর ইউনিয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন কুরআন সবক অনুষ্ঠান দিনাজপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার এবিএমজি কিবরিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই কালামে পাক তেলাওয়াত করেন মাওলানা মোঃ আসাদল্লাহ্। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্বতীপুরের ফিল্ড সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়ী ফিল্ড সুপারভাইজার মোঃ শামসুদ্দোহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং হরিরামপুর ইউপি আওয়ামলীগের সভাপতি শাহাবুদ্দিন শাহা, ৯নং হামিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মাহফুজার রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সোহাগ।
কুরআন সবক প্রদান করেন মুক্তি মাওলানা মোঃ মমতাজ উদ্দিন (মাষ্টার ট্রেইনার দিনাজপুর), এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৬ জন শিক্ষক শিক্ষিকা সহ সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের সকল ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ।