নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. আবিদ আলীর বিরুদ্ধে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগে উঠেছে। এ অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) নবীগঞ্জ সদর ইউনিয়নের ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তার বরখাস্তের আদেশে সংশ্লিষ্ট দফতরে পৌঁছায়।
এ বিষয়ে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ কারণ দর্শানো নোটিশ করা হয়েছে। জবাব সন্তোষজনক নাহলে ও অভিযোগ ফৌজদারি অপরাধ হিসেবে প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহিউদ্দিন।
তিনি বলেন, নবীগঞ্জ শহরে একটি টাওয়ার নির্মাণ করতে দুই-তিন হাতের মতো সরকারি জমিও ব্যবহার হয়েছে। এ জমিটি আপাতত কোনো কাজে আসছে না।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ভবনটি না ভাঙার সিদ্ধান্ত নেই। কিন্তু এ সুযোগকে কাজে লাগিয়ে উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. আবিদ আলী ভবন মালিককে ভাবনটি রক্ষা করার কথা বলে টাকা দাবি করেন।