fbpx

|

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে ফিরলো লাশ হয়ে

প্রকাশিতঃ ৮:৩২ অপরাহ্ন | অক্টোবর ১৮, ২০২২

লাশ

শফিকুল ইসলাম নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর কামটখালী গ্রামের ১৭ বছর বয়সী মো.সজিব মিয়া প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে লাশ হয়ে ফিরলো। সে ওই গ্রামের কৃষক মো.নাজিম উদ্দিনের ছেলে।

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ত্রিশাল উপজেলার চরমাদাখালী নতুন চর এলাকায় এ হামলা ও আক্রমণের ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,গফরগাঁও উপজেলার চরমছলন্দ উত্তর নয়াপাড়া গ্রামের এক মেয়ের সাথে সজিবের প্রেমের সম্পর্ক ছিল।সোমবার বিকালে সজিব তার বন্ধু তাওহীদকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে প্রেমিকার সাথে দেখা করতে যায়।

সন্ধ্যার দিকে বুকে ও গলায় ছুরিকাঘাতে আহত অবস্থায় সজিবকে সিএনজি করে বীর কামটখালী দক্ষিণ বাজারে নিয়ে আসে তাওহীদ। তারপর দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, নিহত সজিব মিয়া তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে ক্ষোভের জেরে মেয়ের বড় ভাই এ ঘটনাটি ঘটায়। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

দেখা হয়েছে: 55
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
error: Content is protected !!