অপরাধ, বাংলাদেশ, রাজশাহী, স্পেশাল বার্তা

নওগাঁ সাপাহারে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর সাপাহারে ৭০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ আব্দুল আলীম (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক আলীম উপজেলার কলমুডাঙ্গা চৌমহনীর আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে সাপাহার থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদে জানতে পারে যে, কলমুডাঙ্গা গ্রামের আলীম কিছু ফেন্সিডিল বিভিন্ন খদ্দেরের নিকট বিক্রির জন্য তার বাড়িতে রেখেছে। এরই ভিত্তিতে পুলিশের ওই টহল দলটি রাত্রি ৯টার দিকে ঘটনা স্থলে গিয়ে আলীমের বাড়ির চার পাশ ঘেরাও করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল বিক্রেতা বাড়ি হতে দৌড়ে পালানোর চেষ্টা করে।

পুলিশ তাকে ধরে ফেলে এবং জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে ফেন্সিডিলের কথা অস্বীকার করে। পরে তার শয়ন ঘরের চৌকির নিচ থেকে একটি বস্তায় রাখা ৭০বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

রাতেই পুলিশ উদ্ধারকৃত ফেন্সিডিলসহ আলীমকে আটক করে থানা হেফাজতে নেয়। আলীমের বিরুদ্ধে মাদকদ্রব্য বিশেষ আইনে মামলা দায়ের করে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।

পুলিশের ওসি তদন্ত মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *