fbpx

|

বাগমারায় ট্রান্সমিটার চুরির অভিযোগে গ্রেফতার ১

প্রকাশিতঃ ১০:১৯ অপরাহ্ন | নভেম্বর ১৮, ২০২৩

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের নাগপাড়া গ্রামে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরির অভিযোগে একই ইউনিয়নের ভটখালী গ্রামের মোশারফ আলী খা এর ছেলে ফিরোজ আলী (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নাগপাড়া গ্রামের আশরাফ আলী বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোদ দায়ের করেন। জানা যায়, উপজেলার যোগীপাড়া ইউনিয়নের নাগপাড়া গ্রামের আশরাফ আলী ক্ষেতে সেচের জন্য নাটোর পল্লী বিদ্যুতের আওতায় বৈদ্যুতিক সংযোগের সঙ্গে ট্রান্সমিটার স্থাপন করে নেন। শুক্রবার রাতে পার্শ্ববতি নাগপাড়া গ্রামের মোশারফ আলী খা এর ছেলে ফিরোজ ওই ট্রান্সমিটার চুরি করে বৈদ্যুতিক খুঁটি থেকে নামিয়ে ফেলেন। এসময় আশরাফ আলী ক্ষেতে ফসল পাহারা দিতে এসে ফিরোজ কে দেখতে পায়। কাছে এগিয়ে আসতেই সে ট্রান্সমিটার রেখে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় আশরাফ আলী বাদি হয়ে ফিরোজ কে আসামী করে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ফিরোজ কে নিজ এলাকা হতে গ্রেফতার করে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, গ্রেফতারকৃত ফিরোজ কে বিভিন্ন সময়ে পল্লী বিদ্যুত অফিসে এবং লাইনম্যানদের সঙ্গে দেখা যায়। তার ব্যবহৃত মোটর সাইকেলে জরুরী বিদ্যুৎ লিখা থাকতো। বাগমারা থানার (ওসি) আমিনুল ইসলাম জানান, ট্রান্সমিটার চুরির অভিযোগে যোগীপাড়া ইউনিয়নের ফিরোজ নামের একজন কে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

দেখা হয়েছে: 14
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪