|

বাগমারার ভবানীগঞ্জে বিভিন্ন যানবাহনে চাঁদাবাজির সময় র‌্যাবের হাতে আটক ৭

প্রকাশিতঃ 10:36 pm | March 30, 2024

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে সরকার রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে অবৈধ ভাবে চাঁদাবাজির অভিযোগে ৭ জনকে আটক করেছে র‌্যাব। আটক কৃতরা হলেন,দানগাছী মহল্লার ওছিমুদ্দিনের ছেলে জুয়েল রানা ((৩০), বিলবাড়ি বাছড়া মহল্লার আলী খাঁজা (৩২), চাঁনপাড়া মহল্লার আলী (৪৫), সূর্য্যপাড়া মহল্লার রহিমমুল্লাহর ছেলে বাদশা মিয়া (১৮)। আটক কৃতদের জিজ্ঞাবাদের জন্য র‌্যাব হেফাজতে রয়েছে বলে জানা গেছে। শনিবার (৩০ মার্চ) দুপুরে র‌্যাপিট এ্যাকশন ব্যাটোলিয়ান র‌্যাব-৫ রাজশাহীর একটি টহল দল অভিযান চালিয়ে তাদেরকে ভবানীগঞ্জ পৌরসভার ব্র্যাক মোড়, গোডাউন মোড়, কলেজ মোড় থেকে আটক করে। এসময় আটক কৃতদের কাছ থেকে চাঁদা আদায়ের বিভিন্ন ধরনের রশিদ উদ্ধার করে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন থেকে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন বাজার গুলো রাস্তা দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে অবৈধ ভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। চাঁদা আদায়কে কেন্দ্র বিভিন্ন সময় যানবাহনের চালকদের সঙ্গে চাঁদাবাজদের ঝগড়া বিবাদ লেগে যেতো। কোন কোন সময় চাঁদাবাজদের সাথে চালকদের একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিভিন্ন কারনে ওই সব ঘটনায় কোন মামলাও হয়নি। চাঁদাবাজরা প্রভাশালীদের ছত্রছায়ায় চাঁদাবাজি করার কারনে স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না। রমজানকে সামনে রেখে বাগমারায় বিভিন্ন এলাকায় চাঁদাবাজরা বেপোয়ারা হয়ে উঠেছে। দীর্ঘদিন থেকে চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ট ছিল বাগমারার বিভিন্ন রাস্তায় চলাচলকারী যানববাহন চালকেরা। এমন ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজির বিষয় গুলো ফেসবুক ও সাধারন মানুষের মধ্যে ব্যাপক ভাইরাল হয়। চাঁদাবাজির বিষয় গুলো ভাইরালের পর পরই নজরে আনেন র‌্যাব-৫ রাজশাহী। শনিবার দুপুরে অভিযান চালিয়ে ভবানীগঞ্জ পৌরসভার বিভিন্ন মোড়ে ৭ জনকে আটক করে। এই সংবাদ লেখা পর্যন্ত আটক কৃতরা র‌্যাবের হেফাজতে ছিলো বলে জানা গেছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি পরবর্তিতে জানানো হবে বলে তারা জানিয়েছেন।