নাজিম হাসান,রাজশাহী থেকে: মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়েছেন রাজশাহীর বাগমারার কর্মরত দৈনিক সানশাইনের ষ্টাফ রিপোর্টার ও বাগমারা প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস(কপি রাইটার) সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স। গতকাল রোববার বাগমারায় কর্মরত সাংবাদিকদের সৌজন্যে স্থানীয় সাংসদ ইঞ্জি এনামুল হকের দো’য়া ও ইফতার মাহফিলে সালেহা ইমারত কোল্ড ষ্টোরে যাওয়ার পথে যাত্রগাছি এলাকায় এ ধূর্ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকেরা ১০/১২ টি মোটরসাইকেল নিয়ে কোল্ড ষ্টোরেজে যাচ্ছিল। যাত্রাগাছি এলাকায় সাংবাদিকরা পৌছালে প্রিন্সের মোটরসাইকেলের সামনে এক কিশোর বাইসাইকেল নিয়ে সজোরে ধাক্কা লাগে । এতে প্রিন্স মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে মাথায়, হাটুতে ও বাম হাতে প্রচণ্ড আঘাত পান ও তার মাথা ফেটে যায়। এ সময় সাংবাদিকরা তাকে উদ্ধার করে কোল্ড ষ্টোর সংলগ্ন সালেহা ইমারত মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে সাংবাদিকরা প্রিন্সকে নিয়ে ষ্টোরে গেলে এমপি তাকে দেখে সমবেদনা জানান এবং ভালো চিকিৎসার জন্য বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্্ের পাঠানোর ব্যবস্থা করেন। সাংবাদিক প্রিন্সের আকর্ষিক এই দূর্ঘটনায় বাগমারা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক সহ বাগমারায় কর্মরত সকল সাংবাদিকরা সমবেদনা জানিয়ে প্রিন্সের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
প্রকাশিতঃ ১০:৫৪ অপরাহ্ন | এপ্রিল ১৬, ২০২৩

দেখা হয়েছে:
51