বিচিত্র বার্তা

বাগমারায় ভুমিদস্যু খোকা বাহিনীর উৎপাতে অতিষ্ট শিরোনামে সংবাদের তীব্র প্রতিবাদ

গত ১৭ এপ্রিল দৈনিক পত্রিকা নামের একটি ঠিকানা বিহীন অনলাইন পত্রিকায় বাগমারায় ভুমিদস্যু খোকা বাহিনীর উৎপাতে অতিষ্ট এলাকাবাসি শিরোনামে একটি সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ। রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানলীর ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল জব্বার মোল্লা ওরফে খোকাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে উক্ত সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা অদিত সত্য নয়। উক্ত সংবাদে আব্দুল জব্বার মোল্লা ওরফে খোকা মেম্বারের এলাকায় ব্যাপক মানক্ষণ্য হয়েছে। উক্ত মিথ্যা ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বড়কয়া গ্রামের আব্দুল জব্বার মোল্লা ওরফে খোকা মেম্বার। তার ভাষ্যমতে সোলাইমান আলী মোল্লা তার ভাই মসলেম মোল্লা ও ছেলে ভাতিজা এবং তার গুন্ডা বাহিনীর সব অপকর্ম ধামা চাপা দেওয়ার জন্যে আমাকে সমাজে হেয়ও প্রতিপন্ন করার জন্যে এই ধরনের মিথ্যাচার ও ঘটনা সংবাদ তুলে ধরেছেন। প্রকৃতপক্ষে আমি একজন নিরহ প্রকৃতির সহজসরল মানুষ। আমার এই সহজ সরলতার কারনে দীর্ঘ ২৫ বছর এলাকার লোকজন আমাকে ভোট দিয়ে মেম্বার পদে নির্বাচিত করেছেন। যদি বাস্তবে আমি এরকম অপকর্মের সাথে জড়িত থাকতাম তাহলে এলাকার লোকজন আমাকে দীর্ঘ সময়ের জন্য সমাজ সেবার সুযোগ দিত না। আমি একজন গ্রাম্য প্রধানও বটে। মেম্বারি ও প্রধানী করতে গিয়ে তাদের বিভিন্ন অন্যায় ও অত্যাচারের প্রতিবাদ করতে গেলে আমি তাদের চক্ষুশূল হয়। প্রক্ষান্তরে সোলাইমান আলী মোল্লা, তার ছোট ছেলে, তার ভাই ভাতিজা এবং তাদের গুন্ডা বাহিনী মিলে করতে পারে না এমন কোন কাজ নেই। তারা এতই দুর্দান্ত ও দাংগাবাজ প্রকৃতির লোক যে, নিজ স্বাথ সিদ্ধির জন্যে করতে পারে না এমন কোন কাজ নেই। তাদের উল্লেখযোগ্য কিছু অপরাধের মধ্যে নিজ গ্রামের তজের আলী মোল্লার জমি দখল করার জন্যে তাকে ধারালো অস্ত্রদ্বারা মেরে ফেলার উদ্দেশ্যে আঘাত করে জখম করে। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেলেও দীর্ঘদিন অসুস্থ থেকে মারা যান। তারপর একই গ্রামেরই স্ত্রি কৃষনও সরকারের ছেলে গুরুপদ সরকারের কাছ থেকে টাকা আত্নসাৎ করার জন্যে পরিকল্পিভাবে মেয়ে লেলিয়ে দেয় এবং তাকে ধর্ম পরিবর্তন করতে বার বার পরিচিৎ করে। এর মাঝে বিভিন্ন অজুহাতে নগদ ১ লক্ষ টাকা এবং ১০ ভরি সর্ন্ব অলংকার তারা দুই ভাই মিলে গুরুপদের কাছ থেকে জামানত নেয়। গুরুপদ মুসলমান হতে ব্যর্থ হলে সে তাদের কাছ থেকে ঐ জামানতের টাকা ফেরত চাই। তারা না দিতে অস্বীকার করলে গুরুপদ আত্নহত্যার পথ বেছে নেয়। তাছাড়াও ঐ গ্রামের জামে মসজিদের ১০ শতক জমির মধ্যে প্রায় ৪ শতক জমি জোর জবরদস্তি দখল করে পুকুর খনন করে। যার কারনে মসজিদটি যখন তখন পুকুরের মধ্যে ধসে যেতে পারে। তাছাড়া আমাদের পৈতৃক কিছু জায়গা জমি জোর করে দখল করে ২য় তলা বাড়ি তোলে। এর প্রতিবাদ করতে গেলে আমার ফুফা আব্দুল মজিত ওরফে ঘেতুকে মেরে ফেলার জন্য মাথায় লোহার রড দিতে আঘাত গুরুতর জখম করে। আমি একজন গ্রামও প্রধান ও মেম্বার হিসেবে মানুষের কল্যান চাই। এই কারনে গত ২০১৭ সালের দিকে আমাদের মৌজার প্রায় ১৫০ বিঘার মত খাস জমি এবং কুয়া অন্য মৌজার লোকজন ভোগ দখল করত সেই জমিগুলো গ্রামের গরিব দুখীদের মাঝে বন্টন করার জন্যে আওয়ামীলীগের উদিয়মান নেতা রেজাউল করিম রেজার সহায়তায় অন্য মৌজার লোকজনের কাছ থেকে দখল করে আমাদের মৌজার গরিব দুখীদের মাঝে ভাগ করে দিই। এই জমি বন্টনের সময় সোলাইমান আলী মোল্লার ও তার ভাই-ভাতিজাদের প্রায় ২০ বিঘা জমি হাতছাড়া হয়ে যায়। তারপর থেকে তাদের আক্রোশ আমাদের প্রতি দ্বিগুন বেড়ে যাই। জমি বন্টনের এই ঘটনাকে কেন্দ্র করে গত বছরের ডিসেম্বর মাসের ৩১ তারিখে আমাকে, আমার ছোট ভাই, মেজ ভাই এবং আমার এক ভাতিজা মোঃ মাহাতাব (যে ঢাকাতে চাকরিরত ছিলো, ছুটিতে বাড়িতে বেড়াতে এসে) কে পূর্ব পরিকল্পিতভাবে মেরে ফেলার উদ্দেশ্যে সোলাইমান আলী মোল্লা এবং তার দলবলসহ আমাদের বাড়ির উঠানের সামনে এসে ধারালো অস্ত্র যেমন হাসুয়া, ফালা, লোহার রড দিয়ে এলোপাথাড়ি সবাইকে আঘাত করতে থাকে। গ্রামের স্থানীয় লোকজন এসে তাদের কাছ থেকে আমাদের উদ্ধার করে আম্বুলেন্সযোগে বাঘমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করায়। এই ঘটনাকে কেন্দ্র করে থানাই একটি মামলা ও দায়ের করা আছে। এত কিছুর পরেও তারা ক্ষান্ত হয়নি। বার বার আমাকে, আমার পরিবারের সদস্যদের, আমার ছোট ভাই, মেজ ভাইদের ও তাদের পরিবারের সদস্যদের প্রানে মেরে ফেলার হুমকি দেয়। প্রানের ভয়ে আমার ছোট ভাই ও আমার ভাই-বৌ জেলা রাজশাহী নির্বাহী মাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১০৭ ধারাতে একটি করে মামলা দায়ের করে। এত কিছুর পরেও তারা আদালত এবং আইনকে তোয়াক্কা না করে এই বছরের এপ্রিল মাসের ৫ তারিখে সন্ধ্যা ৭.০০ থেকে ৮.০০ নাগাদ আমার ভাই ইসলামের মোড় থেকে বাড়ি ফেরার পথে সোলাইমান আলী মোল্লা উপস্থিত থেকে এবং তার হুকুমে তার ছেলে আতিকুর রহমান সাজু, তার ভাতিজা আমিনুল এবং আমজাদ ও তার গুন্ডা বাহিনীর কিছু সদস্য শরিয়ত, আব্দুল, মুস্তা, রউফ এবং শাহিনের মাধমে আমার ভাইয়ের পথ অবরোধ করে এলোপাথাড়ি কোপাতে এবং লোহার রড দিয়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে আমার ভায়ের কাছে থাকা ধানবিক্রির ৫০০০০ হাজার টাকা আব্দুল এবং আমিনুল ছিনিয়ে নেয়। তারা আমার ভাইকে মেরে ফেলার জন্য মারতে মারতে তার মাথা ধানের জমিতে থাকা পানিতে টেসে ধরে। আমার ভাই অজ্ঞান হয়ে গেলে তারা মৃত ভেবে চলে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের দেখে ফেলে এবং ধাওয়া করে। তাদের সহযোগিতায় আমার ভাইকে অজ্ঞান অবস্থায় এম্বুলেন্স করে বাগমারা মেডিকেল স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যূর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনার কারনে ওই রাতের আমরা থানায় মামলা করি এবং পুলিশের অভিযানে রউফকে গ্রেপ্তার করা হয়। তারা এই ঘটনার পর থেকে মামলা তুলে নেওয়ার জন্যে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। সোলাইমান আলী মোল্লা এমন এক চতুর এবং দূর্দান্ত প্রকৃতির লোক যে বিভিন্ন সময় রাজনৈতিক পেক্ষাপট পরিবর্তন করে তার অপকর্ম চালিয়ে যাই।সে একসময় বি.এন.পি ইউনিয়ন নেতা এবং বাংলাভাইয়ের আমলে জি.এম.বি শীর্ষ নেতা ও প্রশিক্ষক অ ছিল। সে বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় এবং জন সাধারনের কাজ থেকে চাদা তুলতেন জি.এম.বি প্রশিক্ষণের নামে। তার কাছে প্রচুর জি.এম.বি বই পুস্তক ও ছিলো। বর্তমানে সে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করে এবং প্রচুর অর্থ খরচ করে জি.এম.বি থেকে তার নাম বাতিল করে নেই। তার অত্যাচারের শিকার হয়েছেন একই গ্রামেরই নয়ন, সুদেব এবং বাবলু সহ আরও অনেকে। জি.এম.বি এর সময় সে তাদের কাছ থেকে চাদা চাইলে তারা না দিতে পারলে মিথ্যাভাবে বাংলাভাইকে দিয়ে প্রচুর মারধর এবং পিটিয়ে জখম করিয়ে নেয়। এছাড়া তারা বিভিন্ন ইসলামি জালসা, সামাজিক আয়-উন্নতির টাকা এবং জোর-জবরদস্তি করে মানুষের জমি নিজেদের দখলে করে নেয়। এবং জোর পূর্বক দখলকৃত জমির খতিয়ান ও তফসিল নিম্মে দেওয়া হলঃ মসজিদ জমির ৬৭৯ দাগের ১০শতক জমির থেকে প্রায় ৪ শতক জমিতে জোরপুর্বক পুকুর খনন করে , বাড়ির দাগ নং ৭৭৮ তার পুরবাংশে প্রায় ২ শতক জমির ওপর জোরপুর্বক ২ তলা বাড়ি নির্মান করে এবং ৭৮২ দাগের পূর্বাংশে প্রায় ২ শতক জমি জোর করে পুকুর খনন করে যার খতিয়ান নং ৩৭১। এত্ত ঘটনা এবং আমার ভাইকে হত্যা চেস্টার যে মামলা করা আছে তা ধামা চাপা দেওয়ার জন্যে আমার ও আমার ভাইদের নামে এরকম মিথ্যাচার বিবৃতি দিয়ে সংবাদ প্রচার করা হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারি
মো: আব্দুল জব্বার মোল্লা ওরফে খোকা মেম্বার
বড়বিহানলী,বাগমারা,রাজশাহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *