fbpx

|

ত্রিশালে পৌর বিএনপির সম্মেলনে ধাওয়া পাল্টা ধাওয়া

প্রকাশিতঃ ১০:৫২ অপরাহ্ন | সেপ্টেম্বর ০২, ২০২২

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে।

শুক্রবার(২ সেপ্টেম্বর) বিকালে ত্রিশাল উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত সম্মেলন স্থলে এ ঘটনা ঘটে। এসময় সম্মেলনের মাধ্যমে দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কমিটিতে আলেকচাঁন দেওয়ানকে সভাপতি ও শেখ মোশারফ হোসাইন মিলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এ কমিটিকে প্রত্যাখ্যান করে পৌর কমিটির সম্মেলনে অনিয়মের অভিযোগ তোলে পদ বঞ্চিতরা এসময় তাৎক্ষণিক প্রতিবাদ করলে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে এক সাংবাদিক সহ অন্ততপক্ষে ৫জন আহত হয়েছে।

সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ওই দিন দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির আহবায়ক ডা:মাহবুবুর রহমান লিটন।

পরে ত্রিশাল পৌর বিএনপির আহবায়ক গোলাম রব্বানী বাদলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক আলেক চাঁন দেওয়ানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এড. ওয়ারেস আলী মামুন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবুল, যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম প্রমূখ।

দেখা হয়েছে: 53
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪