fbpx

|

ঈশ্বরগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে শুভসংঘের ব্যাতিক্রমী উদ্যোগ

প্রকাশিতঃ ৫:৫৯ অপরাহ্ন | মার্চ ২৪, ২০২০

ঈশ্বরগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে শুভসংঘের ব্যাতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতন করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কালের কন্ঠ শুভসংঘ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সদস্যদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন মসজিদে এবং মোড়ে মোড়ে পানির কলে সাবান বিতরন কর্মসূচি পালন করেছে।

জানা যায়, মঙ্গলবার ২৪ মার্চ ঈশ্বরগঞ্জ পৌর শহরের উপজেলা জামে মসজিদ, বড় মসজিদ, চাল মহাল জামে মসজিদ, পাট বাজার জামে মসজিদ, রেলগেইট জামে মসজিদ, রেলস্টেশন জামে মসজিদ, মারেফাতুল উলুম এতিম খানা জামে মসজিদ, চরনিখলা স্কুল জামে মসজিদ , থানা মসজিদ ও পুম্বাইল জামে মসজিদ এবং বাজারের মোড়ের সকল টিপকল, টিওবওয়েলে জনসাধারণকে হাত ধোয়ার জন্য জীবানু নাশক সাবান দেয়া হয়।

কালের কন্ঠ শুভসংঘ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, করোনা ভাইরাসের সংক্রমন থেকে মুক্তির প্রথম শর্ত হচ্ছে হাত পরিস্কার রাখা। আমরা সবাইকে সচেতন করতে এই উদ্যোগ গ্রহণ করেছি। “আসুন সচেতন হই, পরিষ্কার থাকি, পরিষ্কার রাখি” এই শ্লোগানকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুজন সদস্য রোকসানা আক্তার সিমা, কালের কন্ঠ শুভসংঘ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মাসুদ আল নোমান, যুগ্ম সম্পাদক হোসাইন মোহাম্মদ তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সুজয় আহমেদ সাইমন, রানা প্রমুখ।

দেখা হয়েছে: 446
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪