fbpx

|

মদনে বজ্রপাতে কৃষক নিহত

প্রকাশিতঃ ৮:৫৯ অপরাহ্ন | সেপ্টেম্বর ০৩, ২০২২

বজ্রপাত-মৃত্যু

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা মদন উপজেলার মদন ইউনিয়নের গঙ্গানগর গ্রামে শনিবার দুপুরে ফারুক নামে (৩৫) এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছে। নিহত ফারুক গঙ্গানগর গ্রামের মৃত জিন্নাত মিয়ার ছেলে।

এলাকার সূত্রে জানা যায়,শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কৃষক ফারুক মিয়া জাল নিয়ে হুরি হাওর নামক বিলে মাছ ধরতে যায়। হটাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে কৃষক ফারুক মিয়া বাড়ি দিকে রওনা করার সময় বজ্রপাতে আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তখন হাওরে থাকা কয়েকজন কৃষক আমন ধান রোপণ করতে ছিলেন। বৃষ্টির শেষে হটাৎ করে রোপণ কারি কৃষকরা দেখেন ফারুক মিয়া বিলের পারে মাটিতে পড়ে আছে, কোন নাড়া শব্দ নেই। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসেন।

বজ্রপাতে কৃষক নিহত হওয়ার বিষয় জানতে চাইলে মদন থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম এ প্রতিনিধিকে জানান, বজ্রপাতে ফারুক নামে এক কৃষক নিহত হয়েছে।ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

দেখা হয়েছে: 57
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
error: Content is protected !!