ধর্ম ও জীবন, বাংলাদেশ, ময়মনসিংহ, স্পেশাল বার্তা

মুক্তাগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ র‍্যালী

মুক্তাগাছা প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় এক বিশেষ র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ যোহর মুক্তাগাছা বড় মসজিদ প্রাঙ্গন হতে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমনেশাহী এবং ইমাম ঐক্য পরিষদের ব্যানারে একটি বিশেষ র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদ চত্বরে একত্রিত হয়।

সভায় ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী, মুক্তাগাছা শাখার সভাপতি হযরত মাওঃ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে সিয়াম সাধনার মাস রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন ইত্তেফাকুল উলামা মোমেনশাহী জেলার সভাপতি মুফতি মুহিববুল্লাহ।

বক্তব্য রাখেন মুক্তাগাছা পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন সরকার, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী, মুক্তাগাছা থানা শাখার সাধারণ সম্পাদক মাওঃ মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ হাফিজুর রহমান, মাওঃ রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওঃ মোস্তাফিজুর রহমান, মুক্তাগাছা শহর কমিটির সহ সভাপতি মাওঃ জাকির হোসেন মুকাররমী, সাধারণ সম্পাদক মাওঃ আনওয়ার হোসাইন, শিক্ষা সম্পাদক মাওঃ নজরুল ইসলাম আজাদী, মুক্তাগাছা থানা মসজিদের ইমাম আবুল কালাম আজাদ প্রমুখ।

আলোচা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল-রেস্তোরা বন্ধ রাখাসহ পানাহার থেকে বিরত থাকার জন্য সকল মুসলিমদের প্রতি আহবান জানান।

র‌্যালিতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রসার শিক্ষার্থীসহ ধর্মপ্রান মুসলিমগণ অংশ গ্রহন করেন। অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *