বাংলাদেশ, ময়মনসিংহ, স্পেশাল বার্তা

মুক্তির বন্ধন ফাউন্ডেশন ঈদ উপহার নিয়ে এতিমদের পাশে

নিজস্ব প্রতিবেদকঃ ঈদ উপহার সামগ্রী নিয়ে এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে মুক্তির বন্ধন ফাউন্ডেশন। ঈদ উৎসবের আনন্দে রাঙিয়ে দিতে ময়মনসিংহের একটি এতিমখানার (শিশু সদন বালিকা) ৪০ জন মেয়ে শিশুকে উপহার সামগ্রী দেওয়া হয়েছে।

এসব সামগ্রীর মধ্যে রয়েছে কোরবানির জন্য একটি খাসি, নতুন জামা, গলার মালা, চুড়ি ও পিঠাসহ অন্যান্য জিনিসপত্র।

উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এতিমখানার শিশু সাথি জানায়, ‘আমার জীবনে এত আনন্দের ঈদ আর কখনো আসেনি । আমাদের কোরবানি হবে। ছাগলকে পাতা খাওয়াবো। জামাটাও খুব সুন্দর।’

আরেক মেয়ে শিশু আলো জানায়, যত্ন করে আমার হাতে মেহেদী লাগিয়ে দিয়েছে, জামা দিয়েছে। আমরা খুব খুশি।

প্রতি ঈদ, পূজা, বড়দিন কিংবা যেকোনো দুর্যোগে ব্যতিক্রমী সব মানবিক আয়োজনের পসরা সাজিয়ে বসে মুক্তির বন্ধন ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, জামালপুরের বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ চলমান আছে। এছাড়া ঈদের দিনেও বন্যাদুর্গতদের মধ্যে কোরবানির রান্না করা মাংস ও পোলাও বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *