স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের দুই সদস্যকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। শনিবার রাতে জেলার ঈশ্বরগঞ্জ থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গেস্খফতারকৃতরা হলো মোবারক হোসেন ও সাইদুল ইসলাম।
ডিবির ওসি শফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে শনিবার রাতে এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ জেলার ঈশ্বরগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চর হোসেনপুর এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
তারা হলো, মোঃ মোবারক হোসেন ও মোঃ সাইদুল ইসলাম। তাদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে।