মোঃ কামাল, ময়মনসিংহঃ ময়মনসিংহ নগরীর দিগার কান্দা এলাকা থেকে পলিথিনে মোড়ানো এক অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা বলছে, নবজাকটি কারও পাপের ফসল। অবৈধভাবে গর্ভপাত করিয়ে এখানে ফেলে গেছে। না হয় এই নবজাককে এমনভাবে কোন মানুষ ফেলে যেতে পারতো না বলে মন্তব্য করেন এলাকাবাসী।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে নগরীর দিগারকান্দা তিতাস গ্র্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানির সামনে থেকে এ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
কোতুয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, দিগারকান্দা তিতাস গ্র্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানির সামনে কে বা কাহার পলিথিনের বিতর মোড়ানো একটি অজ্ঞাত নবজাতকের লাশ ফেলে রেখে যায়। স্থানীয়রা মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে শিশুটি আনুমানিক একদিন বয়স হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।