বাংলাদেশ, ময়মনসিংহ, রাজনীতি, স্পেশাল বার্তা

ময়মনসিংহে শান্তিপুর্ণ ভোটে ইভিএমএ ধীরগতি

এম এ আজিজ, ময়মনসিংহ ॥ ৬ষ্ট ধাপে ইউপি নির্বাচনে সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে যা বিরামহীন গতিতে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলে। নির্বাচনকে ঘিরে কড়াকড়ি অবস্থানে রয়েছে প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি মাঠে র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার সদস্য ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা সারোয়ার জাহান।

তিনি জানান, ময়মনসিংহের ভালুকার ১১ ইউপিতে চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারণ সদস্য পদে ৩৯৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৯ জন প্রার্থী প্রতিদ্বনিন্ধতা করছেন। পছন্দের প্রার্থী নির্বাচিত করতে ইভিএম পদ্ধতিতে ১২২টি কেন্দ্রে ভোট দেবেন এ অঞ্চলের ২ লাখ ৮৭ হাজার ৮৪২ জন। ভোটাররা।

অপরদিকে, ফুলপুর উপজেলার ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৫২ জন, সাধারণ সদস্য পদে ৪১৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৭ জন প্রার্থী প্রতিদ্বনিন্ধতা করছেন। পছন্দের প্রার্থী নির্বাচিত করতে ইভিএম পদ্ধতিতে ১০৫ টি কেন্দ্রে ভোট দিচ্ছেন ২ লাখ ৩৮ হাজার ৮৬২ জন ভোটার।

জেলার ফুলপুর ও ভালুকা উপজেলার বিভিন্ন কেন্দ্রে ইভিএম মেশিনের সমস্যার কারণে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, প্রার্থীর এজেন্ট গোপন কক্ষে গিয়ে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ উঠে। তবে, গোপন কক্ষে গিয়ে ভোটারদের সহায়তার কথা স্বীকার করেছেন প্রিজাইডিং অফিসার।

ফুলপুরের বালিয়া ইউনিয়নের শালজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ইভিএম মেশিনে ভোট দিতে গিয়ে বিপাকে পড়েছেন বয়স্ক ভোটাররা। প্রতি ভোটে সময় লেগেছে ৫ থেকে ১০ মিনিট। অনেকক্ষেত্রে ভোটারদের সাথে গোপন কক্ষে গিয়ে ভোট দিচ্ছেন দিচ্ছেন প্রিজাইডিং অফিসার ও সহকারী অফিসাররা। আবার অনেক এজেন্টকেও গোপন কক্ষে গিয়ে ভোট দিতে দেখা গেছে।

বিশেষ করে বৃদ্ধ ও বৃদ্ধাদের আঙ্গুলের ছাপ না মেলার কারনে ভোট দিতে পারছেন না অনেকেই। অনেকে আবার আঙ্গুলের ছাপ তিন থেকে চারবার না মেলার কারণে ভোট না দিয়ে ফেরত যাচ্ছেন। আবার অনেকে হাতে গ্লিসারিন মেখেও তাদের আঙ্গুলের ছাপ মেলাতে পারেননি।

তবে, তরুণরা ইভিএম মেশিনে ভোট দিয়ে খুশি। শালজান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা বৃদ্ধা রোমেছা বেগম বলেন, কি একটা মেশিন, কিবা ভোট দিকে অইব জানি না। পরে এক স্যারে (প্রিজাইডিং) আমার সাথে গিয়ে ভোট দিয়ে দিছে।

শালজান গ্রামের সালেমা খাতুন বলেন, জীবনে কোন দিন এই মেশিনে ভোট দেইনি। কয়দিন আগে (মোকভোটিং) শিখে গেছিলাম। তারপরেও আইজ ভুলে গেছি কেমনে ভোট দিতে হয়। পরে আরেকজন আমার সাথে গোপন কক্ষে গিয়ে ভোট দিয়ে দিছে।

রহিমা খাতুন নামে আরও এক বৃদ্ধা বলেন, তিনবার ভোট দিতে গেছি। কিন্তু, একবারও আঙ্গুলের ছাপ মিলেনি। পরে হাতে গ্লিসারিন দিয়ে ভোট দিছি। চকপাড়া গ্রামের হাওয়া বেগম বলেন, ভোট দিতে কক্ষে গিয়েছিলাম। কিন্তু, আমার ভোটার আইডি কার্ডের নাম্বার মিলেনি। যে কারণে ভোট দিতে পারিনি। এখন বাড়িতে ফিরে যাচ্ছি।

ওই কেন্দ্রের ৫ নম্বর কক্ষের সহকারী প্রিজাইডিং অফিসার হালিমা আক্তার বলেন, ভোট কিভাবে দিতে হয় বয়স্করা বুজতে পারছে না। তাই, প্রতি ভোট দিতে ৫ থেকে ১০ মিনিট সময় লাগছে। তবে, আমরা কারো ভোট দিয়ে দেয়নি।

শালজান বালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রিজাইডিং অফিসার নাজমুল আলম বলেন, ভোটারদের ইভিএম’এ ভোট দেয়ার জন্য মগ ভোটিং ব্যবস্থা করা হয়েছিল। তারপরেও বয়স্করা ভোট দিতে পারছেন না। বাধ্য হয়েই বয়স্কদের গোপন কক্ষে গিয়ে ভোট কিভাবে দিতে হয় দেখিয়ে দেয়া হচ্ছে।

তবে, কোন সহকারী প্রিজাইডিং অফিসার বা কেউ ভোট দিয়ে দেয়ার সুযোগ নেই। একই ইউনিয়নের নারায়নপট্টি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দীর্ঘ লাইনে দাড়িয়ে আছে নারী ভোটাররা। ভোট দিতে পারছেন না তারা। কেন্দ্রের ভিতরে গিয়ে দেখায়, ইভিএম মেশিনে আঙ্গুলের ছাপ না নেয়ার কারণে ভোট স্থগিত রয়েছে।

পরে প্রায় ৩০ মিনিট ভোট বন্ধ থাকার পর নতুন ইভিএম আনার পর আবারও ভোট গ্রহণ শুরু হয়। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহ হুমায়ুন কবির, স্ক্যানার সমস্যা হওয়ার কারণে ভোট গ্রহণ ৩০ মিনিট বন্ধ ছিল। পরে ইভিএম মেশিন পাল্টিয়ে আবারও ভোট গ্রহণ শুরু হয়।

শালিয়া সরকার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোহেল আকন্দ অনিয়মের অভিযোগ করলে প্রিজাইডিং অফিসারের কক্ষে আটকে রাখার অভিযোগ উঠে। পরে নৌকার প্রার্থী দেলোয়ার মোজাহিদ সরকারের লোকজন এসে পুলিশের সামনেই স্বতন্ত্রপ্রার্থীকে মারধর প্রস্তুতি নেন। তবে, পুলিশের বাধায় তিনি রক্ষা পান। অপরদিকে ভালুকা উপজেলার প্রতিটি কেন্দ্রে ইভিএমএ ধীরগতির দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান বলেন, ইউপি নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা ও মাঠে সার্বক্ষনিক মোবাইল টিম থাকার কারণে দিনব্যাপী বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্ণ ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *