মোঃ কামাল, ময়মনসিংহ
ময়মনসিংহে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সকল স্তরের জনসাধারন।
শনিবার (১৬ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান।
এসময় শ্রদ্ধা নিবেদন করেন, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি. এম সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
পরে একে একে জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পৌর মেয়র ইকরামুল হক টিটুসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনেরর নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ, ডিসপ্লে ও বিভিন্ন ইভেন অনুষ্ঠিত হয়।