|

যৌবন বয়স -মোঃ ফিরোজ খান

প্রকাশিতঃ 12:00 am | August 17, 2019

যৌবন বয়স -মোঃ ফিরোজ খান

যৌবন বয়স -মোঃ ফিরোজ খান

শিশু ছিলাম ভালো ছিলাম
ছিলনা কোনো দায়িত্ব ভার
যখন এলো যৌবন আমার
স‌ইতে পারিনা কোনো ধার।

কেনো এমন নিয়ম থাকে
জীবনের তিন ধারাতে?
শিক্ষা,কর্ম আর সততা
জীবন গড়ায় দাড়াতে।

যৌবনের তাড়নায় মেতে ওঠে
চাইনা বুঝতে সহজে
ভুল ক্রটিতে জীবন সাজায়
আল্লাহকে চিনেনা সহজে।

যৌবনের নেই ভুল ক্রটি
ভুল থাকে শুধু অর্থে
করে সবাই অট্টালিকা
ভুলে গিয়ে থাকে মাওলাকে।

মানুষের জীবনে তিনটি ধাপ
সময়ের সাথে সব আসে
একটি ধাপে থাকে জীবন
এক এক রূপে গড়তে।