fbpx

|

রাজশাহীর গোদাগাড়ীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

প্রকাশিতঃ ১১:০৫ অপরাহ্ন | জুলাই ৩০, ২০২৩

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে ঘুমিয়ে থাকা মহিলা আওয়ামীলীগ নেত্রী নাজমা খাতুনকে (৪৫) ছুরিকাঘাতে খুন করেছেন স্বামী। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের গোবিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা এসময় স্বামী আব্দুর রহিমকে (৪৮) আটক করে পুলিশে সোপর্দ করেছেন। নিহত নাজমা চাঁপাইনবাবগঞ্জ সদরের দুর্গাপুর গ্রামের তোফিকুল ইসলামের মেয়ে। তিনি মোহনপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন। বিয়ের কিছুদিন পর থেকেই নাজমাকে মেনে নিতে পারছিলেন না স্বামী। এ কারণে মাঝে মধ্যেই তিনি নাজমার ওপর অত্যাচার-নির্যাতন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ছুরিকাঘাতে খুন করেছেন স্বামী রহিম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার রাতে ঘুমিয়ে ছিলেন নাজমা। এ সময় নাজমার শরীরের বেশ কয়েকটি স্থানে ছুরিকাঘাত করেন তার স্বামী রহিম। নাজমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর প্রতিবেশীরা স্বামী রহিমকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ছিল। ঘটনায় নাজমার ছোট ভাই আরিফ হোসেন হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রহিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দেখা হয়েছে: 84
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪