ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে রিক্সাচালক দুলাল নামক এক ব্যাক্তিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিঠিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় আহত দুলালের ভাই আব্দুর রশীদ বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছেন।
ত্রিশাল থানার মামলার এজাহার ও প্রাথমিক তথ্য বিবরণীতে জানা যায়, ত্রিশাল উপজেলার চিকনা মনোহর গ্রামের স্থায়ী বাসিন্দা আঃ রশিদ ও তার ছয় পুত্র সহ অজ্ঞাত মিলিয়া জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন করার উদ্দেশ্যে দুলালকে মারাত্নক আহত করে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে জানা যায়, আহত দুলাল আশংকাজনক অবস্থায় হাসপাতালের ৬ নং ওয়ার্ডে ভর্তি রয়েছে।
এলাকাবাসী জানান, দিন খায়, দিন আনে এমন সাত সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এই দুলাল মিয়া। দুলাল মিয়ার উপার্জন থেমে যাওয়ায় তার পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছে।
আহত দুলালের পরিবারের সদস্যরা এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার বিবাদীদের কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।