লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রসুলগঞ্জ বাজারে ইসলামী ব্যাংক লিমিটেড’র নতুন এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ আগস্ট) দুপুরে সদর উপজেলার রসুলগঞ্জ বাজারে এ শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে চর রুহিতা ইউনিয়নের প্রায় ৬২ হাজার মানুষ ব্যাংকিং সুবিধার আওতায় আসবে বলে জানান সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর প্রাক্তন পরিচালক শামছুল হুদা (এফসিএ)।
ব্যাংকটির নোয়াখালী জোনের এসভিপি এন্ড হেড অব জোন মোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপারেন্ডেট মাওলানা মোঃ আবু তাহের, রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আবু আবদুল্লাহ, ব্যাংকটির লক্ষ্মীপুর শাখার ভিপি এন্ড হেড অব ব্রাঞ্চ মো. নুর উল্যাহ, অফিসার মো. আবু বক্কর সিদ্দীক, চর রুহিতা ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির পাটোয়ারী ও রসুলগঞ্জ বাজার মার্চেন্ট কমিটির সভাপতি তমিজ উদ্দিন চৌধুরী, এজেন্ট শাখার স্বর্তাধিকারি গাজী ফিসারীজ’র প্রতিষ্ঠাতা মমিন উল্ল্যাহ।
বক্তব্যে অতিথিরা বলেন, হালাল ও সততার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আজ বিশ্বের ১ হাজার ব্যাংকের আওতায় এসেছে। বর্তমানে এর অবস্থান ৯৪৩তম। ব্যাংকটির শুধুমাত্র মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান নয়, কল্যান মূখীএকটি প্রতিষ্ঠান।
সরকারের পাশাপাশি ব্যাংকটি দেশে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন, কৃষি ও বিদেশী রেমিটেন্স খাতে রাখছে সাফল্যের অবদান। গ্রামীন নারী উন্নয়নে কমিটির মাধ্যমে দেওয়া হচ্ছে ৫ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে অর্থ ঋন ও দরিদ্র শিক্ষার্থীদের অর্থ সহায়তা দিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
নতুন এজেন্ট শাখা সম্পর্কে বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠির দৌড়ঘোড়ে সেবা পৌছে দিতে এ শাখাটি খোলা হয়েছে। এসব চর রুহিতা ইউনিয়নের ২০ শতাংশ প্রবাসী, ২২ শতাংশ কৃষি, ৩৫ শতাংশ ব্যবসায়ী, ৮শতাংশ চাকুরীজীবী ও ১৭ শতাংশ অন্যান্য পেশায় জড়িত। এতে চর রুহিতা গ্রাম, দহশালা চর রুহিতা, চর মন্ডল, চর লামছি ও মৌজা নদীসহ ৮টি গ্রামের প্রায় ৬২ হাজার মানুষ এজেন্ট ব্যাংকিং সেবার আওতায় আসবে বলে জানান তারা।