স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুরে ‘করোনা-ভাইরাস’ প্রতিরোধ ও গণসচেতনতা মূলক বৃদ্ধির লক্ষে ট্রাফিক-পুলিশের উদ্যোগে গাড়ি-চালক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় পথচারী, গাড়ি চালক, যাত্রী সহ জনসাধারণ এর মাঝে এ লিফলেট বিতরন করা হয়।
লিফলেট বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন, ট্রাফিক পরিদর্শক মামুন আল আমিন, ট্রাফিক সার্জেন্ট রেজাউল করিমসহ ট্রাফিক বিভাগের অন্যান্য সদস্যবৃন্দ।
জানতে চাইলে, ট্রাফিক পরিদর্শক মামুন আল আমিন বলেন, সাধারন জনগন যাতে সচেতন হয়, করোনাভাইরাস যাতে না ছড়ায় সে বিষয়ে সচেতন করতে আমাদের এ কার্যক্রম। এ কার্যক্রম চলমান থাকবে।