চট্টগ্রাম, বাংলাদেশ, স্পেশাল বার্তা

লক্ষ্মীপুরে নদী ভাঙন ও ভূমিহীন’রা পেল পুলিশের ঈদ-উপহার

স্টাফ রিপোর্টার: ‘ঈদের আনন্দ কেউ উপভোগ করবে, আবার কেউ করবেনা, তা হবে না।’ এ স্লোগানে লক্ষ্মীপুরে নদী ভাঙন ও ভূমিহীন অসহায় মানুষ গুলোর মাঝে (ঈদ-বস্ত্র) শাড়ি-লুঙ্গি ও খাদ্য-সামগ্রী বিতরণ করেছে পুলিশ সুপার ডক্টর এ এইচ এম কামরুজ্জামন।

মঙ্গলবার (১১মে) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপটা এলাকায় এ ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান মিয়া, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন ও ইউপি সদস্য তুহিনসহ প্রমুখ।

জানতে চাইলে,পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, করোনার এ সময় নদী ভাঙা অসহায় মানুষগুলো চরম কষ্টে দিনযাপন করে। ঈদের এ মুহূর্তে তারাও যেন বঞ্চিত না হয় সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস। সবার ঘরে-ঘরে জেনো ঈদের উৎব থাকে। তাই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *