|

লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস পালিত

প্রকাশিতঃ 9:27 pm | December 16, 2017

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে ৪৬তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৬টা ৩০মিনিটে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়।

পরে বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করেন- লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা প্রশাসক হোমায়রা বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সাবেক ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার কাজল কান্তি দাস।

লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস পালিত

লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস পালিত

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রমুখ।

এরপর পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করেন ।

পরে সকাল ৬টা ৪৫মিনিটে শহরের বাগবাড়িস্থ গণ কবরের পুষ্পার্ঘ অর্পন শেষে শহীদদের রুহের মাঘফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া ৮ টার দিকে লক্ষ্মীপুর স্টেডিয়ামে শতাধিক শিক্ষা-প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারিরীক কসরত অনুষ্ঠিত হয়েছে।