লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় করনীয় বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে শহরের বাগবাড়ি এলাকায় সবুজ জমিন পত্রিকা কার্যালয়ে অরাজনৈতিক আন্দোলন হিযবুত তাওহীদ এ আয়োজন করেন।
জেলা হিযবুত তাওহীদের সভাপতি জামাল হোসেন সোগাগের সভাপতিত্বে এতে মূখ্য আলোচক ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক রাকিব আল হাসান।
এসময় জেলা কমিটির সহ-সভাপতি শরীফ হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁঞা ও সদর উপজেলা কমিটির সভাপতি আরমান হোসেন শাকিল প্রমুখ। এসময় জেলা ও রায়পুর উপজেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আসন্ন সংকট নিয়ে আমাদের সকলকে চিন্তা করতে হবে। এর সমাধানও আমাদেরকে খুঁজতে হবে। এ সংকট দূর করতে ন্যায় ও সত্যের ওপর ঐক্যবদ্ধ হয়ে কঠিন এক জাতি সত্তা গড়ে তুলতে হবে।