স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গ্লোবাল এনঅারবি ইন্সুরেন্স কোম্পানীর প্রতারক নারী কর্মকর্তা লাকী খাঁনকে অাদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে।
উল্লেখ্য, এই নারী বীমা কর্মকর্তা লোভনীয় চাকুরীর কথা বলে নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও তাড়াইল উপজেলায় শাখা অফিস খুলে কয়েকশত বেকার যুবক যুবতির কাছ থেকে জামানত স্বরুপ কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে ২৩ এপ্রিল অাটক করে। নান্দাইল থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়।
মামলায় লাকী খাঁনসহ স্থানীয় দুই সহযোগী উপজেলার রসুলপুর গ্রামের স্বামী স্ত্রী স্বপন মিয়া ও তার স্ত্রী রুপালী অাক্তারকে অাসামী করা হয়। অপর দুই অাসামী পলাতক রয়েছে। মঙ্গলবার বিকালে অাসামী লাকী খাঁনকে পুলিশ ১০দিনের রিমান্ড প্রার্থনা করে অাদালতে সোপর্দ করে।
বুধবার অাদালতে হাজির করা হলে, বিজ্ঞ বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায় বলে মামলার তদন্ত কর্মকর্তা নুরুল হুদা জানান।
উল্লেখ্য, প্রতারক এই নারী গ্লোবাল এনঅরবি ইন্সুরেন্স বীমা কোম্পানীর এডি এম বলে দাবী করে নিজেকে। তার বাড়ি নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার দক্ষিণ রসুলপুর গ্রামের জনৈক অাব্দুস সালামের কন্যা ও সে বিবাহিত বলে জানা গেছে।